শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় করোনা পরিস্থিতি অবনতির দিকে, ২৪ ঘন্টায় শনাক্ত অর্ধ শতাধিক

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১:৫৪ পিএম

খুলনা জেলায় একদিনে অর্ধ শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ২৭২ টি নমুনা পরীক্ষায় ৫৪ জন করোনা রোগী শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৫। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে ৩১ জন পুরুষ, ২৩ জন নারী। কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।

এর আগে ১৬ জানুয়ারী ২৫ জন, ১৫ জানুয়ারী ১৯ জন, ১৪ জানুয়ারী ১৩ জন ও ১৩ জানুয়ারী ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রমেই খুলনায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, এ পর্যন্ত খুলনায় ২৮ হাজার ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৭৭৮ জন। গত ৪ দিনে শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছেন। সার্বিক অবস্থা বিবেচনায় খুলনায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তিনি সবাইকে টিকা গ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন