সুন্দরবন থেকে শিকার করে আনা ২৭ কেজি হরিণের গোশতসহ জাফর সানা (৩৯) নামে এক চোরা শিকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের খুলনা অংশে দাকোপের কালাবগী স্টেশনের চেয়ারম্যান ঘাট এলাকায় অভিযান চালিয়ে হরিণের গোশতসহ তাকে আটক করা হয়। আটক জাফর সানা খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামের রহিম সানার ছেলে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম মামুনুর রহমান আরও জানান, উদ্ধারকৃত ২৭ কেজি হরিণের গোশতসহ চোরা শিকারী জাফর সানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন