মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে শাকসবজি মেলা

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সরাসরি কৃষকদের অংশগ্রহণে আগামী ১৪ নভেম্বর থেকে ঢাকায় ‘সাপ্তাহিক কৃষক বাজার’ শীর্ষক শাকসবজি মেলা অনুষ্ঠিত হবে। রাজধানীর চারটি স্থানে পৃথক পৃথক তারিখে এ মেলা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। মেলার স্থানগুলো হলো-মতিঝিল এজিবি কলোনি, ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন, কাকলী স্কুলসংলগ্ন বনানী খেলার মাঠ এবং উত্তরা ৫ নম্বর সেক্টরের উত্তরা ফ্রেঞ্চ ক্লাব মাঠ। প্রতিটি স্থানের মেলার সময়কাল হবে দুই দিন। মেলায় ঢাকা, খুলনা ও বরিশালের ২০টি জেলার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে হাজির হবেন। মেলা চলবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণাঞ্চলের কৃষকদের সহায়তার জন্য ইউএসআইডির ডাই প্রকল্পের অর্থায়নে দ্য ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজ (আইআইসিই) এ মেলার আয়োজন করছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মতিঝিল এজিবি কলোনির মাঠে ১৮ ও ১৯ নভেম্বর, ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ২৫ ও ২৬ নভেম্বর, বনানী খেলার মাঠে ২ ও ৩ ডিসেম্বর এবং উত্তরা ফ্রেঞ্চ ক্লাব মাঠে ৯ ও ১০ ডিসেম্বর মেলা অনুষ্ঠিত হবে। মেলায় কৃষকরা তাদের নিজস্ব উৎপাদিত শাকসবজি বিক্রি করবেন এবং ক্রেতারা শাকসবজির গুণাগুণসহ সেটি কোন অঞ্চলে উৎপাদিত তা জানতে পারবেন। এর মাধ্যমে ক্রেতাদের সঙ্গে কৃষকের সেতুবন্ধ স্থাপিত হবে বলে মনে করছে আয়োজক সংগঠন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন