শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাপ্তাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাঙামাটি কাপ্তাইয়ের ৩নং চিৎমরম ইউনিয়নে স্বামী পরিত্যক্ত এক মহিলাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ধর্ষিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষার জন্য রাঙ্গামাটি হাসপাতালে নেয়া হয়েছে। গত সোমবার বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে বেঁধে রেখে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া য়ায়। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের হ্লাখই মারমার ছেলে ছুমং উ মারমা। ঘটনাটি জানাজানি হলে ধর্ষক পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানান।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, সকালে ওই মহিলা চিকিৎসা নিতে এসে জানান যে, তাকে ধর্ষণ করা হয়েছে। যেহেতু পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই পরীক্ষা না থাকায় আমরা গৃহবধূকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করি।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, ওই গৃহবধূর পরিবারের সদস্যরা তাকে বিষয়টি অবহিত করেছেন এবং রাঙামাটি হাসপাতালে নিয়ে গেছেন বলে জানান। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, এ বিষয়ে এখনো থানায় কেউ মামলা দায়ের বা অভিযোগ করেন নাই। ঘটনার পর থেকে ধর্ষনকারী পলাতক রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন