শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মক্কা শরীফে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিশ্ব মুসলিমের হৃদয়ে চরম আঘাত -তাহফিজে হারামাইন পরিষদ

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি ও রাজধানীর ভাটারা জামিয়া মদীনাতুল উলূমের মুহতামিম মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে সউদী আরবের পবিত্র নগরী মক্কা শরীফে ইয়েমেনের হাউছি বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মুসলমানদের প্রাণকেন্দ্র মক্কা শরীফকে লক্ষ্য করে হামলা অমার্জনীয় অপরাধ এবং বিশ্ব মুসলিমের হৃদয়ে চরম আঘাত।
বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহর দরবারে হাজারো শোকর, সউদী আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাউছি বিদ্রোহীদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত এবং ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।
মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী আরো বলেন, মুসলমানরা শান্তি চায়। অথচ ইসলামের দুশমনরা পৃথিবীতে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়। আসলে ইসলামবিরোধী শক্তি বিশ্বাসঘাতক এবং বিশ্বশান্তির জন্য চরম হুমকি। ইসলামের দুশমনদের জেনে রাখা উচিত, বাংলাদেশসহ সারা পৃথিবীর মুসলমানরা হারামাইন শরীফাইন (মক্কা ও মদীনা শরীফ)-এর হেফাজতের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন