রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিএনসি’র কবি গোলাম মোস্তফা স্মরণসভায় বক্তারা ঐতিহ্যই ছিল তাঁর সাহিত্যকর্মের মূল উপজীব্য

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ‘বিশ্বনবী’র মহান লেখক কবি গোলাম মোস্তফা ছিলেন একাধারে কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, জীবনীকার, অনুবাদক, শিশুতোষ লেখক এবং গীতিকারও সুরকার। তাঁর সাহিত্যের মূল উপজীব্য ছিলো ইসলাম ও আমাদের স্বাদেশিক ঐতিহ্য। আমাদের শিক্ষা কারিকুলামে তাঁর লেখা পুনরায় প্রতিস্থাপন করতে হবে।
শনিবার বিকালে নজরুল একাডেমির মিলনায়তনে। সেন্টার ফর ন্যাশনাল কালচার কবি গোলাম মোস্তফার ৫২তম মৃত্যুদিবস উপলক্ষে স্মরণ সভায় বক্তারা এ দাবি জানান।
ইতিহাস গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি গোলাম মোস্তফার সান্নিধ্যপ্রাপ্ত সাহিত্য কর্মী এডভোকেট ফায়জুল কবির। প্রধান আলোচক কবি-গবেষক নাসির হেলালসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. এম.এ. সবুর ও বিশেষ অতিথি এম.এ হান্নান। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাহবুবুল হক অনুষ্ঠানের এক বিশেষ পর্বে গোলাম মোস্তফা-গবেষক ড. এমএ. সবুরকে কবি গোলাম মোস্তফা সিএনসি পদক-২০১৬ প্রদান করা হয়।
অনুষ্ঠানের সংগীত পর্বে অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পী রফিকুল আলম খন্দকার, আমিনুল ইসলাম, শেফালী পৌসী ও ওয়াহিদ আল-হাসান। কবিতা পাঠ পর্বে অংশগ্রহণ করেন কবি জাফর পাঠান, কবি নূরুল আল ইসলাম, কবি জাকির উপকূল, কবি জাহাঙ্গীর আলম, কবি ওবায়দুল্লাহ, কবি মো: হোসেন আদর, কবি সাঈদ জোবায়ের প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন