শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

আজ থেকে গণপরিবহন শ্রমিকদের টিকাদান শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ৪:২৭ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীতে গণপরিবহন শ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) মহাখালীর আন্তঃজেলা বাস টার্মিনালে সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কার্যক্রমের উদ্বোধন করেন ।
তিনি জানান, পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ৯০০ জনের তালিকা পেয়েছি। বাকিদেরও দেওয়া হবে। তবে এ পর্যন্ত টিকার কোনও সংকট নেই বলেও জানান তিনি।
প্রতিবেদনে জানানো হয়েছে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলেই এই টিকা নিতে পারছেন টার্মিনালগুলোয় অবস্থানরত চালক-শ্রমিকরা। সারাদেশেই এই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন