শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দিনাজপুর সীমান্ত থেকে লাশ উদ্ধার

দিনাজপুর অফিস : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

দিনাজপুর সদরের দাইননুর সীমান্তে গতকাল বুধবার গরুর বাছুরসহ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বিজিবি’র ধারনা দুর্ঘটনাক্রমে কূপের পানিতে পড়ে মৃত্যু হয়েছে তার।
মৃত ব্যক্তির নাম লোকমান হাকিম (৩০) । সে দাইনুরের মুছরাপাড়ার মৃত আব্দুল হামিদ মেকারের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন । কোতোয়ালি থানার উপ-পরিদর্শক তপন দাস জানান, লোকমান হাকিমের লাশ ভারতীয় সীমান্তের কাছে গভীর নলকূপের পাশের একটি খাদে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। লাশের পাশে গরুর একটি মৃত বাছুরও রয়েছে। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ আবেদ জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাছুর খুঁজতে গিয়ে নিখোঁজ হন লোকমান হাকিম । পরদিন বুধবার তার লাশ পাওয়া গেছে। পরিবারের সদস্যরা তার মৃত্যুকে দুর্ঘটনাজনিত বলে স্বীকার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন