চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখ ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার পুটিমারির বিল থেকে লাশটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন।
ওসি ফরিদ জানান, ওই উদ্ধার হওয়া লাশটির পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার নাক ও মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে। ওই এলাকার লোকজন লাশটিকে শনাক্ত করতে পারেনি। তার লাশ সনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, ওই লাশের শরীরে আঘাতের চিহ্ন আর রক্ত দেখে মনে হচ্ছে লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে দুর্বৃত্তরা রাস্তার পাশের আখ ক্ষেতে লাশটিকে ফেলে গেছে। লাশটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তত করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতলে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন