করোনা সংক্রমন বাড়লেও এখনই সরাসরি অনলাইন ক্লাসে যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপাতত সশরীরেই চলবে ক্লাস-পরীক্ষা।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, সশরীরে ক্লাস চলবে। তবে কোন ডিপার্টমেন্ট চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবেন। সেক্ষেত্রে ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন। প্রতিটি হলে ৪টি আইসোলেশন রুমের ব্যবস্থা রয়েছে। কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে তাকে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা সেবা দেয়া হবে। পরবর্তীতে প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ বা অন্য কোনো হাসপাতালে শিফ্ট করা হবে।
এছাড়া উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, ক্যাম্পাসের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ক্যাম্পাসের দোকানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন