স্টাফ রিপোর্টার : নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে (এনআইএমসি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এমবিবিএস ও বিডিএস লিখিত ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেয়ে কৃতকার্য শিক্ষার্থীরা প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবে। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে ২০০৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে এনআইএমসি তার গুণগতমান বজায় রেখে চলেছে। কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ডা: শেখ আকবর হোসেন এবং চেয়ারম্যান হিসেবে সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন আইবিএটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। সরকারি মেডিক্যাল কলেজে আসনস্বল্পতা ও গ্রামবাংলার অবহেলিত বিশাল চিকিৎসাবঞ্চিত জনসংখ্যার স্বাস্থ্যসেবায় চিকিৎসকের চাহিদার কথা বিবেচনা করে এ কলেজটি প্রতিষ্ঠা করা হয়। কলেজের প্রাতিষ্ঠানিক বিষয় সম্পর্কে ডা: শেখ আকবর হোসেন বলেন, আমরা দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষ চিকিৎসক তৈরির জন্য কাজ করে যাচ্ছি, যাতে করে দেশেই ভালো চিকিৎসক তৈরি হয় এবং রোগীরা প্রয়োজনীয় সেবা পায়।
এনআইএমসির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, স্বাস্থ্য খাতে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী শিক্ষাদানের জন্য আমরা ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি, যাতে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের চিকিৎসক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারে।
মন্তব্য করুন