গত ডিসেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাস হয়।
প্রস্তাবে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস শুরুর সাতদিন পূর্ব থেকে প্রতিবন্ধী গেমস শেষ হওয়ার পর সাতদিন পর্যন্ত অলিম্পিক যুদ্ধবিরতি মেনে চলার কথা বলা হয়।
বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান আবারও সকল সদস্য দেশের প্রতি এই প্রস্তাব মেনে চলার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এ আহ্বানকে স্বাগত জানায়।
আইওসি চেয়ারম্যান থমাস বাখ বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যানের আহ্বান প্রমাণ করে অলিম্পিক গেমস ও আইওসির প্রতি জাতিসংঘের নিরপেক্ষ সমর্থন রয়েছে। আজকের মেরুকৃত বিশ্বে অভিন্ন মানবতার বন্ধন আরও গুরুত্বপূর্ণ। সূত্র: দ্য জাপান টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন