শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

ফরিদপুরে জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

ফরিদপুরে বিদ্যুৎতের ট্রান্সফরমার এবং কৃষকের ফসলের মাঠে সেচ কাজে ব্যবহার করা স্যালো মেশিন চোর চক্রের, মামা-ভাগিনা,, গ্রুপের চার সক্রিয় চোর চক্রের ৪ সদস্য সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলা সদরের ভাটিকানাইপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা য়ায়।
আটকৃতরা হলো- জুয়েল মল্লিক, বিল্লাল হোসেন, জাকির হোসেন ও শহিদ শেখ। আটকদের সবার বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। জানা যায় এই চক্রটি বহু আগের মামা-ভাগিন চোর চক্র নামে পরিচিত এলাকাবাসীর কাছে। এরা দিন-রাত সাধু বেসে এবং ভদ্রলোকসুলভ আচরণে চলাফেরা করলেও সময় সুযোগ বুঝে রাতের মহারাজা হয় এই চক্রটি।
জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটকদের কাছে থেকে তিনটি ট্রান্সমিটারের কয়েল ও চোরাইকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, পুরাতন দুটি স্যালো মেশিন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এই চোর চক্রের সাথে জেলা সদরের ভাংঙ্গারি পট্টি, লাশকাটাঘর, এবং গোয়ালচামট এলাকার একটি ভাঙ্গারি ব্যবসায়ী চক্রের সাথে জড়িত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন