সাতক্ষীরা জেলা সংবাদদাতা : কর্মীদের মারধরের অভিযোগ এনে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স ম গোলাম মোরশেদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
একই জেলার দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব । তারা হলেন দেবহাটা উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নু, আব্দুল কাদের ও আব্দুল মান্নান।
এ সময় তাদের নিকট থেকে জব্দ করা হয় ১০ হাজার টাকা। বেলা ১১টার দিকে খেঁজুর বাড়িয়া সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১২টার সময় তাদেরকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতেকে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
দেবহাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে পাঁচশ টাকা করে জরিমানা করে দুপুরে ছেড়ে দেয়।
এদিকে, বেলা সাড়ে ১১টার সময় কলারোয়া উপজেলার কেরালকাতা বালিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস কুমার দাস ও সংবাদ কর্মীদের সামনে বিজিবি সদস্যদের বিরুদ্ধে কর্মীদের মারপিটের অভিযোগ এনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স ম গোলাম মোরশেদ ভোট বর্জনের ঘোষণা দেন। তবে, তার অভিযোগের কোন ভিত্তি পাওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন