শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালপুরে ওমিক্রন ও করোনা প্রতিরোধে মাঠে নেমেছে প্রশাসন

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ৬:১৯ পিএম

দেশে নতুন করে করোনা ও ওমিক্রনের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। নাটোরের লালপুরে করোনা ও ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে ও সরকারী বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ জানুয়ারী) দুপুর থেকে উপজেলার গোপালপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় কৈফিয়ত তলব ও মাক্স বিহীন চলাচল করায় ৫টি মামলায় ৭ জনকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের ভ্রাম্যমান আদালত। এসময় জনসচেতনাতা বৃদ্ধিতে জনসাধরণের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।
এসময় লালপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদলতের সত্যতা নিশ্চিত করে জানান,‘সরকারী নির্দেশনা বাস্তবায়নে ওমিক্রন ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। জনসাধারণ কে সচেতন করতে আগামীতেও এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন