শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

স্মার্টফোন কেনায় ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

স্বামীকে না জানিয়ে স্মার্টফোন কিনেছিলেন ভারতীয় এক নারী। সে ‘রাগে’ ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে। এ ঘটনায় স্বামীসহ এক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আরেক দুষ্কৃতকারীর খোঁজ চালানো হচ্ছে। পুলিশ সূত্রে দাবি- ৫০ হাজার রুপিতে দুষ্কৃতকারীদের ভাড়া করা হয়। ভুক্তভোগী নারীর অভিযোগ- কোভিড মহামারিতে স্কুল বন্ধ থাকায় ক্লাস হচ্ছে অনলাইনে। কিন্তু, স্মার্টফোন না থাকায় তার সন্তানেরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছিল। তাই, দীর্ঘদিন ধরে স্মার্টফোন কেনার জন্য স্বামীকে অনুরোধ করছিলেন তিনি। কিন্তু, সে কথায় স্বামী কর্ণপাত করেননি বলে অভিযোগ ওই নারীর। স্মার্টফোন কিনে দিতে পারবেন না বলে জানিয়েছিলেন স্বামী। তাই, জমানো অর্থ দিয়ে নিজেই স্মার্টফোন কেনেন ওই নারী। বিষয়টি স্বামী জানতে পারার পরে এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয় বলে জানান ওই নারী। কোথা থেকে স্ত্রী ফোন কেনার অর্থ পেলেন, তা নিয়ে সন্দেহ ছিল ওই ব্যক্তির। শুক্রবার রাতে দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে বাড়ি ঢুকে স্বামী হামলা চালান বলে ওই নারীর অভিযোগ। ওই নারী জানান, এক ব্যক্তি তার মুখ চেপে ধরেন। এবং অন্য জন ধারালো অস্ত্র দিয়ে তার কণ্ঠনালী কাটার চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে এলাকাবাসী চলে আসেন। এ কারণেই রক্ষা পেয়েছেন বলে দাবি ওই নারীর। তিনি জানান, স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, ওই নারীর গলায় সাতটি সেলাই পড়েছে। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন