শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

কুষ্টিয়া কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়নের উওর চরসাদীপুর গ্রামে মোজাম সর্দারের এর ছেলে সুমন হোসেনের বাড়িতে গতকাল শনিবার সকাল থেকে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন করছে রোজিনা নামে এক নারী।
জানা যায়, সুমন হোসেন গত ৯ জানুয়ারি ১ লাখ টাকা দেলমহরে কুমিল্লা কোর্টে নোটারি পাবলিক কার্যালয় হইতে বিবাহ করে, একই এলাকার আক্কাস মোল্লার মেয়ে রোজিনা খাতুনকে। পরবর্তীতে সুমন এবং সুমনের বাড়ির সবাই রোজিনাকে সুমনের স্ত্রী বলে অস্বীকার করে।
এই বিষয়ে রোজিনা খাতুন জানান, সুমনের কোথায় ২ ভরি স্বর্ণ নিয়ে যার মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা ও নগদ ১০ হাজার টাকা নিয়ে। কুমিল্লা গিয়ে ১ লাখ টাকা দেলমহরে সুমন আমাকে বিবাহ করে। এরপর কুমিল্লা একটি স্থানে তিনদিন থাকি, পরবর্তীতে মাসুদ হোসেন পিতা-জহির মন্ডল আমাদেরকে ফোন করে বাড়ি আসতে বলে। আমি ও সুমন ১৩ জানুয়ারি সকালে কুমিল্লা থেকে কুমারখালী কেশবপুর গ্রামে আসি। এই সময় আমার মামা রিপন মোল্লার বাড়ির সম্মুখে আসিলে আমাকে রাখিয়া আমার টাকা ও গহনার ব্যাগ নিয়ে সুমন বাড়িতে চলে যায়।
পরবর্তীতেফোন করিয়া আমাকে যাইতে বলে তাদের বাড়িতে এবং আমার স্বর্ণের গহনা টাকা ফেরত দিবে বলে। আমি টাকা ও গহনার ব্যাগ ফেরত চাইলে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করে মাসুদ।
আমি সুমনের বাড়িতে গতকাল শনিবার আসলে সুমনের বাবা-মা আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমি সুমনের স্ত্রী অধিকার চাই। এই বিষয়ে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তোভোগী রোজিনা খাতুন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এই বিষয়ে অভিযোগ এখনো হাতে পায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন