স্মার্টফোনের বাজারে চলছে তুমুল প্রতিযোগিতা। সব প্রতিষ্ঠানই চাইছে বাজারে তাদের আধিপত্য ধরে রাখতে। প্রচলিত ও জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোর সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন নতুন মোবাইল ফোনের সাথে টেক্কা দিয়ে নতুন মুখের প্রতিষ্ঠান গুলো সবসময় চমকে দিতে চাইছে ব্যবহারকারীদের। শাওমি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি আগে শুধু মোবাইল ফোনের যন্ত্রাংশের উৎপাদন করতো। গত দুই বছর ধরে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ফোনসেট বাজারে এনেছে তারা। নতুন ফোন গুলো ‘মি মিক্স’ সিরিজ নামে থাকতে পারে। ফোনটি হবে চ্যাপ্টা ধরণের। সব গুলো ফোনেই সফট বাটন থাকবে। ৬.৪ ইঞ্চির এলসিডি স্ক্রিনটি উপরের অংশে বাঁকানো থাকবে। ফোনটির বডি হবে সিরামিক। যতোটুকু বডি, অতোটুকুই বড় স্ক্রিন হবে। ৪ হাজার ৪০০ এমএএইচ ব্যাটারিটি অন্যান্য ফোনের তুলনায় দীর্ঘস্থায়ী চার্জ সেবা দেবে। ১৬ মেগাপিক্সেল পিছনের ক্যামেরা, সামনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল। তবে পিছনের শক্তিশালী ফ্ল্যাশের মতো সামনেও একটি ফ্ল্যাশ থাকতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসরের সাথে , ৬ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট ইন্টারন্যাল মেমোরি। তবে এর দাম কি রকম হবে সে ব্যাপারে তেমন কিছুই জানায়নি এখনো কর্তৃপক্ষ।
স শিবলু
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন