অর্থনৈতিক রিপোর্টার : গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ আইসিডিডিআরবি’র অ্যামিরেটাস বিজ্ঞানী ড. মো. সিরাজুল ইসলামকে ‘রোটারি সিড অ্যাওয়ার্ড’ স্বর্ণপদক প্রদান করেছে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন, ঢাকা।
ড. সিরাজুল ইসলামের উদ্ভাবিত কার্যকর ‘সিরাজ মিক্সার’ দেশের মানুষের কলেরা প্রতিরোধ তথা দেশের বিপুলসংখ্যক জনগণের স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে। এ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেয়া হয়। আইসিসিডিআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে ড. সিরাজুল ইসলামের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রফেসর অ্যামিরেটাস ড. আনিসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সিড রোটারি জেলা গভর্নর মোহাম্মদ আইয়ুব, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সভাপতি তৌফিক আলী, সিড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সভাপতি খালিদ হাসানও। রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা প্রতি বছর বিজ্ঞান, শিক্ষা ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করে। ইতোপূর্বে ২০১৪ সালে ড. সিরাজুল ইসলামকে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স (বিএএস) স্বর্ণপদকে ভূষিত করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন