বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেফতার

প্রিন্সিপাল গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

চট্টগ্রামের নাজিরহাট কলেজের প্রিন্সিপাল গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গত ২০০৩ সালে এ মামলার রায় ঘোষণার পর পালিয়ে দুবাই চলে গিয়েছিলেন মহিউদ্দিন। প্রায় ১৮ বছর প্রবাসে পালিয়ে থাকার পর গত ২৯ অক্টোবর তিনি দেশে আসেন। রোববার রাতের ফ্লাইটে মহিউদ্দিনের দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে সুগন্ধা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। ২০০১ সালের ১৬ নভেম্বর নগরীর জামাল খান রোডে গোপাল কৃষ্ণ মুহুরীর বাসায় ঢুকে তার মাথায় গুলি করে হত্যা করা হয়। তার স্ত্রী রেলওয়ের তৎকালীন অডিট কর্মকর্তা উমা মুহুরী সেদিনই নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার বিচার শেষে নাসির ওরফে গিট্টু নাসির, মো. আজম, আলমগীর ও মন্টুকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া মহিউদ্দিন ওরফে মহিনউদ্দিন, হাবিব খান, সাইফুল ওরফে ছোট সাইফুল ও শাহাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় রায়ে। গ্রেফতার মহিউদ্দিন এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাসিরের ছোট ভাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন