শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা জাতিকে মেধাশূন্য করার পাকাপোক্ত ষড়যন্ত্র’

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ করোনার অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণাকে আত্মঘাতী ও জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র পাকাপোক্ত করবে বলে দাবি করেছেন। এর আগে অটোপাশের মাধ্যমে দেশকে মেধাশূন্য করার প্রক্রিয়া একধাপ এগিয়ে রাখা হয়েছে। গতকাল রোববার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ছাত্র আন্দোলন মহানগর শাখার সম্মেলনে বক্তারা এ দাবি করেন। সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম বলেন, প্রশাসনিক ও দলীয় ক্যাডারের মাধ্যমে হযরত শাহ জালাল (র.) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা আলিয়া মাদরাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হচ্ছে। শিক্ষার্থীদের উপর হামলা-মামলা বন্ধ না করলে গণআন্দোলন গড়ে তোলার কথাও বলেন তিনি।

বরিশাল নগর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সৈয়দ নাছির আহমদ কাওছার, সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল খায়ের প্রমুখ।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখায় ২০২২ সেশনে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি, মুহাম্মাদ জাহিদুল ইসলামকে সহ সভাপতি ও মুহাম্মাদ তানভির আহমেদকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন