দক্ষিণ আফ্রিকা থেকে আসা একটি কার্গো বিমানের সামনের চাকায় লুকিয়ে থাকা এক ব্যক্তিকে, নেদারল্যান্ডের পুলিশ উদ্ধার করেছে বলে একজন মুখপাত্র রোববার জানিয়েছেন।
নেদারল্যান্ডসের সামরিক পুলিশের মুখপাত্র জোয়্যান হেলমন্ডস বলেন যে, ধারণা করা হচ্ছে, জোহানেসবার্গ থেকে বিমানটি ছাড়ার আগে, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি লুকিয়ে বিমানটিতে উঠে পড়েন।
এএফপিকে তিনি বলেন, ব্যক্তিটিকে বিমানের সামনের চাকার অংশে জীবিত অবস্থায়ই পাওয়া যায়। তাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হেলমন্ডস বলেন যে, পুলিশ এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।
তিনি আরো বলেন, তিনি যে বেঁচে আছেন সেটিই একটি আশ্চর্যজনক ঘটনা।
জোহানেসবার্গ থেকে অ্যামসটারড্যাম এ আসতে প্রায় ১১ ঘণ্টা সময় লাগে।
তিনি জানান যে, নেদারল্যান্ডসে এভাবে লুকিয়ে আসার ঘটনা খুব একটা ঘটে না। এর আগের এমন ঘটনার মধ্যে, নাইজেরিয়া ও কেনিয়া থেকে অভিবাসন-প্রত্যাশীদের আসার ঘটনা ঘটেছিল।
গত বছর, শিপল বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানের, সামনের চাকার অংশ থেকে, নাইজেরিয়ার এক ব্যক্তির লাশ উদ্ধার করেছিল পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন