শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নামিবিয়া-নেদারল্যান্ডসের এগিয়ে যাবার লড়াই

টিকে থাকার ম্যাচ শ্রীলঙ্কার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আয়োজিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের পথে এবার এগিয়ে যাবার পালা নামিবিয়া ও নেদারল্যান্ডসের। আসরের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে নিজেদের শুরুর ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে ঐতিহাসিক জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে নামিবিয়া। তারা আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের। যারা শ্রীলঙ্কার বিপক্ষে নামিবিয়ার চমক দেখানো জয়ের দিন সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারিয়ে রোমাঞ্চক জয়ে বিশ্বকাপ শুরু করেছে। নামিবিয়া-নেদারল্যান্ডস ম্যাচে যারা জয় পাবে তারা সুপার টুয়েলভের পথে এক ধাপ এগিয়ে যাবে। তাই মূল পর্বে খেলার সম্ভাবনা আরো বেশি জোরদার করতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া দল দু’টি। অস্ট্রেলিয়ার জিলংয়ের কারদিনিয়া ওভাল পার্কে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে গত আসরে চমক দেখিয়েছিলো নামিবিয়া। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে খেলেছিল তারা। এবারও উদ্বোধনী ম্যাচে সদ্য এশিয়া কাপ জয়ী লঙ্কানদের হারিয়ে বড় চমক দেখায় নামিবিয়া। দলটির অধিনায়ক জেরহার্ড এরাসমাস আত্মবিশ্বাসি দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারায় থেকে উড়িয়ে দিতে চান নেদারল্যান্ডসকে। সুপার টুয়েলভের পথে এক ধাপ এগিয়ে যাবার লক্ষ্য তার, ‘গত বছর নিজেদের প্রথম বিশ^কাপে সুপার টুয়েলভে খেলেছি আমরা। এবারও প্রথম লক্ষ্য সুপার টুয়েলভ। নেদারল্যান্ডসকে হারিয়ে লক্ষ্যের পথে এক ধাপ এগিয়ে যেতে চাই।’
অন্যদিকে নামিবিয়ার মত রোমাঞ্চকর জয়েই এবার বিশ্বকাপ শুরু করেছে নেদারল্যান্ডসও। গত আসরে গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকটিতেই হারলেও এবারের আসরে শুরুতেই জয় পেয়েছে ডাচরা। জিলংয়ের মাঠে রোববার দিনের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩ উইকেটে হারালেও ঘাম ঝরেছে নেদারল্যান্ডসের। প্রথম ম্যাচ জিততে ঘাম ঝড়লেও পূর্ণ ২ পয়েন্ট পাওয়ায় খুশি ডাচ অধিনায়ক স্কট এডওয়াডর্স। তিনি বলেন, ‘জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারাটা অনেক বড় আনন্দের। এতে আত্মবিশ^াসী থাকে দল। এই জয় পরের ম্যাচগুলোতে আমাদের আরও বেশি সাহস যোগাবে। টানা দ্বিতীয় জয়ে এখন চোখ আমাদের। নামিবিয়াকে হারাতে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে আমার দলকে। আমরা সেই চেষ্টাই করবো। নামিবিয়াকে হারিয়ে সুপার টুয়েলভের পথে এগিয়ে যেতে চাই।’ টি-টোয়েন্টি ক্রিকেটে দু’বার দেখা হয়েছে নামিবিয়া ও নেদারল্যান্ডসের। সমান একবার করে জয় পেয়েছে দু’দল। ২০১৯ সালে প্রথমবার টি-টোয়েন্টি বাছাই পর্বের ম্যাচে ৪৪ রানে জিতেছিল নেদারল্যান্ডস। আর গত বিশ্বকাপে ৬ উইকেটে জিতেছিল নামিবিয়া।
এদিকে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ একই ভেন্যুতে মাঠে নামছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার সম্ভাবনা উজ্জ্বল করতে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন