শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শাবিপ্রবিতে হামলা, ময়মনসিংহে ছাত্রদলের প্রতীকী অনশন

ময়মনসিংহ ব‍্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ২:২২ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি ও হামলার প্রতিবাদে প্রতীকী অনশনে নেমেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এ সময় তারা নিরীহ শিক্ষার্থীদের উপর এই বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ময়মনসিংহ নগরীর শিশু একাডেমি চত্বরে মহানগর ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ গ্রহন করে একাত্বতা প্রকাশ করেন।

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, বাকৃবি ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান, সদস্য সচিব আল-আমিন প্রমূখ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন