শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু সাফারি পার্কে ২০ দিনে ৯ জেব্রার মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২০ দিনে ৯টি জেব্রা মারা গেছে। সাফারি পার্কে এটিই সবচেয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা। প্রাণি মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করা হচ্ছে। দিন দিন প্রাণি মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পার্কে আতঙ্ক বিরাজ করছে। পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির জেব্রাগুলোর অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, এটা কোনো ভাইরাস নাকি ব্যাকটেরিয়ার আক্রমণ তা নিয়ে পার্কে দফায় দফায় বিশেষজ্ঞদের বৈঠক চলছে। এখনো কোনো ফলাফল পাওয়া যায়নি।
পার্ক সূত্র জানায়, বছরের শুরুতেই একটি জেব্রা মারা যায়। পরে পর্যায়ক্রমে ২ জানুয়ারি থেকে হঠাৎ একের পর এক জেব্রা মারা যাচ্ছে। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্কটিতে বিভিন্ন সময় বেশ কিছু শাবকের জন্ম হয়েছে। করোনাকালেও গত বছর বেশ ক’টি শাবকের জন্ম হয়। এর ফলে পার্কে মোট জেব্রার সংখ্যা হয়েছিল ৩১টি। ৯টি জেব্রার মৃত্যুর পর এখন রয়েছে ২২টি। জেব্রার সংখ্যা দিন দিন বাড়ার কারণে এখান থেকে জাতীয় চিড়িয়াখানায় কিছু জেব্রা পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ এমন মৃত্যু পার্ক সংশ্লিষ্ট সবাইকে ভাবিয়ে তুলছে। চিন্তায় পড়ে গেছেন বিশেষজ্ঞরা।
এ ব্যাপারে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) তবিবুর রহমান বলেন, গত সোমবার ঘাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলামকে নিয়ে মানিকগঞ্জে গিয়েছি। চেষ্টা করছি বের করতে আসলে কেন জেব্রার এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন, এক সঙ্গে এতগুলো জেব্রার এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে। প্রত্যেকটির লাশ ময়নাতদন্ত করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
রাশেদ ২৬ জানুয়ারি, ২০২২, ৯:৫৫ এএম says : 0
জিরাফের ছবি কেন?
Total Reply(0)
Abdul Halim ২৬ জানুয়ারি, ২০২২, ১০:৪২ এএম says : 0
This is Zebra?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন