রাঙামাটিতে শপথ অনুষ্ঠান থেকে আটক হলেন চার ইউপি চেয়ার্যান। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার পর পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের কানন কুসুম চাকমা, নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের সুপন চাকমা, ঘিলাছড়ি ইউনিয়নের অমল কান্তি চাকমা ও বুড়িঘাট ইউনিয়নের প্রমোদ খীসা।
পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন জানান, আটক ৪ ইউপি চেয়ারম্যান নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যা, গণতান্ত্রিক ইউপিডিএফ নেতা বর্মা হত্যা, নানিয়ারচরের কালুময় চাকমা হত্যা মামলার আসামি। আটক চার জনই একাধিক হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত বলে জানায় পুলিশ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪র্থ ধাপের নির্বাচনে রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ১০ ইউপির নির্বাচিত চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মো মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আটক ৪ চেয়ারম্যানকে বিকেলে রাঙামাটি জেলা ও দায়রাজজ আদালতে তোলা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক চারজন আদালতে ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন