শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইউএস-বাংলার দুই কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজার বিমানবন্দরে কার্গো বহনে অনিয়ম

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

কক্সবাজার বিমাবন্দরে কার্গো মালামাল বহনে অনিয়মের অভিযোগে দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইউএসবাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অতিরিক্ত কার্গো বহনের তথ্য গোপন করে অর্থ আত্মসাতেরর কারণে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী ব্যবস্থাপক নকিবুর সাত্তার ও নির্বাহী কিশোর কুমার দাশ।

গত মঙ্গলবার রাতে কক্সবাজার বিমানবন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক কর্মকর্তা জানান, ইউএসবাংলা এয়ারলাইন্সে কার্গো পরিবহনের নিয়ম হচ্ছে ২০ কেজি করে। কিন্তু এ দুই কর্মকর্তার যোগসাজসে নিয়মের চেয়ে বেশি কার্গো পরিবহণ করা হতো। যার তথ্য মালিক পক্ষের কাছে গোপন রাখে নকিব ও কিশোর। পরবর্তীতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বরখাস্ত করে ইউএসবাংলা কর্তৃপক্ষ।

অভিযুক্ত নকিবের অফিসিয়াল নাম্বারে ফোন করা হলে নবনিযুক্ত কর্মকর্তা এরশাদ ফোন রিসিভ করেন। এবিষয়ে জানতে চাইলে তিনি সঠিক তথ্য জানেন না দাবি করে জনসংযোগ বিভাগে কথা বলার পরামর্শ দেন। এ ব্যাপারে জানতে ইউএসবাংলা এয়ারলাইন্সের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। বরখাস্ত হওয়া নকিবের ব্যক্তিগত নাম্বারে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন