শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলা উপ-নির্বাচনে ৫ ঘন্টায় এক ভোট!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৪:০০ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন চলছে আজ (বৃহস্পতিবার)। কিন্তু অভাবনীয় ঘটনা ঘটেছে একটি কেন্দ্রের বুথে। সেই বুথে ৫ ঘণ্টায় পড়ছে মাত্র একটি ভোট। উপজেলার দোহালিয়া ইউনিয়নে গোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের কিত্তে রাজনপুর মহিলা বুথে এমন ঘটনা ঘটেছে। আজ বেলা ১ টার দিকে একম তথ্য জানিয়েছেন প্রিসাইডিং অফিসার জাহেদ আহমদ। তিনি বলেন, সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু পর বেলা ১ টা পর্যন্ত কিত্তে রাজনপুর মহিলা বুথে ভোট কাস্ট হয়েছে মাত্র একটি। তবে ওই বুথে মোট ভোটার সংখ্যা ৪৫০ জন। এছাড়াও তিনি বলেন, গোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৪৮৫৩ টি ভোটের মধ্যে বেলা ১ টা পর্যন্ত শতকরা ১৫ ভাগ ভোট কাস্ট হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কারোনা আক্রান্ত হয়ে মারা যান দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। যে কারণে আগ আজ শূন্য পদে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন প্রার্থী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন