পিরোজপুরের নাজিরপুরে ১ নং মাটিভাংগা ইউনিয়নের বানিয়ারী গ্রামের পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মাটিভাংগা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, মাটিভাংগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মহান স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ২৭ জানুয়ারি সকাল ১০টায় মাটিভাংগার ৯৩ নং উত্তর বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহিদুল ইসলাম ও পুলিশ উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান এর নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জানাজা নামাযে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, নাজিরপুর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ অংশগ্রহণ করেন। উল্লেখ্য মুক্তিযোদ্ধা এবি এম রেজাউল করিম গত বুধবার ২৬ জানুয়ারি রাত্র ৯টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও এক পুত্র রেখে যান। পরে বানিয়ারী গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন