শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিদেশ গমনেচ্ছুদের অহেতুক হয়রানি করা যাবে না ডিজি বিএমইটি

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিদেশ গমনেচ্ছু কর্মীদের অহেতুক হয়রানি করা যাবে না। প্রবাসী কর্মীরাই দেশের অর্থনীতির চাকাকে চাঙ্গা করছেন। বিদেশ গমনেচ্ছু কর্মীদের ছাড়পত্র দেয়ার প্রক্রিয়াকে সহজতর করা হবে। যাতে কেউ জটিলতার মুখোমুখি না হন। বিদেশ গমনেচ্ছু কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে গতকাল সোমবার প্রবাসী কল্যাণ ভবনের বিএমইটি’র দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে রিক্রুটিং এজেন্সিগুলোর মালিক-প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত গণ শুনানীতে (বর্হিগমন শাখা) বিএমইটি’র মহাপরিচালক সেলিম রেজা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন বিএমইটি’র অতিরিক্ত মহাপরিচালক শামসুল ইসলাম, পরিচালক বর্হিগমন টিপু সুলতান, কর্মসংস্থানের পরিচালক তাজুল ইসলাম, উপ-সচিব শামীম আল-রাজী ও সহকারী পরিচালক মাহমুদুল্লাহ আকন্দ। 

গণ শুনানীতে রিক্রুটিং এজেন্সির মালিক প্রতিনিধিরা ছাত্রপত্র ইস্যু প্রক্রিয়ায় নানা হয়রানি ও ভোগান্তির চিত্র তুলে ধরেন। বিদেশ গমনেচ্ছুদের ভোগান্তি লাঘবে এতে আরো বক্তব্য রাখেন বায়রার সাবেক যুগ্ন মহাসচিব-১ আবুল বাশার, সামা ওভারসীজের স্বত্বাধিকারী ও হাবের সাবেক সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী খোকন ও রাজ ওভারসীজের মোহাম্মদ আলী । বিএমইটি’র মহাপরিচালক মো. সেলিম রেজা অত্যান্ত ধৈর্য্য সহকারে মহিলা গৃহকর্মী প্রেরণসহ নানা সমস্যার কথা শোনেন। অধিক জনশক্তি রফতানির স্বার্থে বিএমইটি’র মহাপরিচালক তাৎক্ষণিকভাবে বিদেশ গমনেচ্ছু কর্মীদের ছাড়পত্র ইস্যু কার্যক্রম সহজতর করার নিদের্শ দেন। এখন থেকে পাসপোর্টের ফটোকপি ও ভিসার সত্যায়িত ফটোকপি জমা দিয়েই জেলা অফিসগুলোতে বিদেশ গমনেচ্ছু কর্মীরা ফিঙ্গার প্রিন্ট দিতে পারবে। বিএমইটি’র কার্যক্রম বোরাক টাওয়ার থেকে শিগগিরই কাকরাইলস্থ বিএমইটি’র নিজস্ব ভাবনে স্থানান্তরিত করা হবে বলেও জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন