শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পুঠিয়ায় হেলিকপ্টারে করে বিয়ে করতে গেল বর

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ৯:০০ পিএম

পুঠিয়ায় হেলিকপ্টারে চরে বিয়ে করতে গেল বর। বাবার স্বপ্ন পূরনে এভাবে বিয়ে করা জানালেন বর। বৃস্পতিবার (২৭ জানুয়ারী) উপজেলার ভালুকগাছি ইউনিয়নের হাড়োগাতি গ্রামের দুনোকুড়ির একটি ইটভাটা হেলিকন্টারে করে থেকে দুপুর ১২টায় যাত্রা শুরু করেন বর। এ বিয়ে যাত্রা দেখতে এলাকাবাসী ভিড় করে উক্ত ইটভাটায়। এসময় উৎসুক জনতার ভিড় সামাল দিকে সেখানে মোতায়েন করা হয় পুলিশ সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যদের। ব্যতিক্রমধর্মী এ বিয়ের বর হলেন, উপজেলার হাড়োখালি গ্রামের সাবেক নৌবাহিনী কর্মকর্তা ইসমালই হোসেনর ছেলে টেক্সটাইল প্রকৌশলী ইমরান হোসেন হৃদয়। এ বিয়ে কনে হলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রাবির অর্র্র্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রী ইফফাত জাহান। ইফফাত জাহানের বাবাও একজন সেনা কর্মকর্তা। করোনা মহামারি সংক্রামন ঠেকাতে চলছে সকারের বিধিনিষেধ আর এ মধ্যে এধরনে আয়োজেন এলাকায় সচেতন মহলের মধ্যে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বরের বাবা ইসমাইল হোসেন বলেন, হেলিকপ্টারে চড়ে আমার ছেলে বিয়ে করতে যাবে এটা আমার স্বপ্ন ছিলো। তা আজ পূরণ হলো। সবার কাছে বর ও কনের জন্য দোয়া চেয়েছেন বরের বাবা। #

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন