সীতাকুণ্ডে রোড তৈরীর কারখানায় ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রাজিব দাস নামে এক শ্রমিকের মৃত্যু ঘটে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার মগপুকুর সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় রড তৈরীর কাঁচামাল ¯ঙঊ্যাপ লোহা গলানোর সময় বিকট শব্দে ব্রয়লার বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই শ্রমিক রাজিব দাসের মৃত্যু ঘটে। নিহত রাজিব বড় কুমিরা ঘাটঘর জেলে পাড়ার শ্রীধাম দাসের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, এদিন সকাল ১১টার দিকে জিপিএইচ ইস্পাতে দুর্ঘটনায় কর্মরত শ্রমিক রাজিব দাসের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন