স্টাফ রিপোর্টার : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২ লাখ ৮০ হাজার টাকা খোয়া গেছে ওয়াজেদ আলী (৪০) নামে এক ব্যক্তির। তিনি অনলাইনভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে ওয়াজেদ আলী বাসযোগে মিরপুর থেকে মহাখালীর দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ওয়াজেদ আলী রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্রতিষ্ঠানের পাওনা টাকা সংগ্রহ করেন। তারপর সকালে মিরপুর এলাকা থেকে দুই লাখ ৮০ হাজার টাকা তুলে তিনি বাসে মহাখালী অফিসের দিকে যাচ্ছিলেন। পরে দুপুরের দিকে তাকে গুলিস্তানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৫টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, অজ্ঞান অবস্থায় ওয়াজেদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুই লাখ ৮০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়ে তিনি এখনও নিশ্চিত নন। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন