শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ব্রিজ চাই

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের মধ্যবর্তী পঁচাগো পুল নামে পরিচিত ব্রিজটি সম্প্রীতি ভেঙে পড়েছে। ব্রিজের দুই প্রান্তে হাজারো মানুষের বসবাস রয়েছে। এছাড়াও ব্রিজটির খুব নিকটে বাজার ও বিদ্যালয় অবস্থিত। ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে দুই প্রান্তের মানুষগুলো এবং শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারছে না। প্রায় দুই দশক পূর্বে নির্মিত এই ব্রিজটি দীর্ঘ সময় যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। স্থানীয় সংসদ সদস্য, নির্বাচিত চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এলজিইডি’র প্রকৌশলীরা পরিদর্শন করতে এসে শুধুমাত্র ‘সাবধান ঝুঁকিপূর্ণ সেতু সর্বসাধারণের যান চলাচল নিষেধ’ লিখিত একটি সতর্কবার্তা ব্রিজের সামনে লাগিয়ে তাদের দ্বায়িত্ব সেরেছেন। সম্প্রতি পুরোপুরিই ভেঙে গেছে ব্রিজটি। ব্রিজটি দ্রুত পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ওসমান গনি
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন