শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আফ্রিকার ৫ দেশে আবারও এমিরেটসের ফ্লাইট শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ২:২০ পিএম

এমিরেটস এয়ারলাইন আফ্রিকার ৫টি দেশ ইথিওপিয়া, তানজানিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকায় শনিবার (২৯ জানুয়ারি) থেকে পুনরায় তাদের ফ্লাইট কার্যক্রম শুরু করছে।

ইথিওপিয়ার আদ্দিস আবাবা, তানজানিয়ার দারেস সালাম, কেনিয়ার নাইরোবী, জিম্বাবুয়ের হারারে এবং দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ, কেপটাউন ও ডারবানে এমিরেটস ফ্লাইটগুলো চলাচল করবে।
২৯ জানুয়ারি থেকে জোহান্সবার্গে দৈনিক ১টি এবং ১ ফেব্রুয়ারি থেকে দৈনিক ২টি করে ফ্লাইট চলাচল করবে। ১ ফেব্রুয়ারি থেকে কেপ টাউন এবং ডারবানে দৈনিক ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস।
২৯ জানুয়ারী থেকে নাইরোবিতে সপ্তাহে ১০টি, ৩০ জানুয়ারি থেকে আদ্দিস আবাবায় দৈনিক ১টি, ৩০ জানুয়ারি থেকে দারেস সালামে সপ্তাহে ৫টি এবং হারারেতে ৩০ জানুয়ারি থেকে লুসাকা লিংকড সার্ভিসের সাহায়্যে সপ্তাহে ৬টি ফ্লাইট পরিচালিত হবে।
আফ্রিকার এ সব দেশগুলো থেকে দুবাই আগমনকারী যাত্রীদের ফ্লাইটের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করাতে হবে। দুবাই আগমনের পর তারা অতিরিক্ত আরও একটি পিসিআর পরীক্ষার সম্মুখীন হবেন এবং ফলাফল না পাওয়া পর্যন্ত যাত্রীরা সেলফ- কোয়রেন্টিনে থাকবেন।
ভায়া দুবাই অন্যান্য গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের ঐসকল দেশের সকল নিয়ম নীতি পালন ও চাহিদা পূরণ করতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন