বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দৌলতখানে জমিজমা বিরোধের জেরে বিজিবি সদস্যকে হত্যার চেষ্টা

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ৩:১০ পিএম

ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রব (৫৫) নামে এক বিজিবি সদস্য নায়েক সুবেদারকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত বিজিবি সদস্য দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সেরাজল হক হাওলাদারের ছেলে।’

শুক্রবার উপজেলার চরপাতা ইউনিয়নের রবন আলী হাওলাদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি সদস্য’র স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে দৌলতখান থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত বিজিবি সদস্য জানান, তার ভাই মোসারফের সাথে ১ একর ৮০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার ওই জমিকে কেন্দ্র করে তার ভাই মোসারফ ও তার ছেলে আসাদুজ্জামান , ইয়াহ ইয়াহ খান সহ ৫ থেকে ১০জন মিলে তার উপর লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি হামলা করে। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’

এ বিষয় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয় আহত বিজিবি সদস্য’র স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন