শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ৩:১৯ পিএম

শনিবার ইন্দুরকানী উপজলোর কলারণ চন্ডিপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রায়ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মত বিনিময় ও নির্মিত ঘর পরিদর্শন করেন নবগত জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্ততবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি বলেন- আজ আমি আনন্দিত ও আপ্লুত যে বিগত সময়ে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের কাজ করে এসেছি। এখানে এসে বাস্তবে তার সুফল দেখতে পেলাম। এ এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। পরে তিনি সুবিধাভোগীদের ঘর পরিদর্শন ও কুশল বিনিময় করেন। এ সময় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান এ্যাড: এম মতিউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, চন্ডিপুর ইউপি প্রশাসক সোহাগ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি আঃ হাই জোমাদ্দার, মিজানুর রহমান, আবুল হোসেন ও সুবিধাভোগী জলিল হোসেন ও সুখী বেগম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন