শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুড়িগ্রাম রৌমারীতে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২২, ৬:৫২ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তে পাষান আলী (৩২) একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৩৫ ব্যাটালিয়ন। শনিবার ২৯ জানুয়ারি সকাল ৯ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা লংঘন করে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয়।
আটক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃতঃ ছাত্তার আলীর ছেলে।
দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার খালেদুর রহমান জানান,পাষান আলী নদী পথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করেন গত শুক্রবার দিবাগত রাতে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহলরত হাবিলদার ফরহাদ হোসেন এর নেতৃত্বে বিজিবির সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলেও জানান।তাকে রৌমারী থানায় সোপর্দ করেন বিজিবি।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ বলেন, ভারতীয় নাগরিকের পাষান আলীর বিরুদ্ধে অনুপ্রবেশের দা‌য়ে মামলা হয়েছে। তাকে রোববার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন