কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে পাষান আলী (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৩৫ ব্যাটালিয়ন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয়। আটক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত. ছাত্তার আলীর ছেলে।
দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার খালেদুর রহমান জানান, পাষান আলী নদী পথে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করেন গত শুক্রবার দিবাগত রাতে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহলরত হাবিলদার ফরহাদ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলেও জানান। তাকে রৌমারী থানায় সোপর্দ করে বিজিবি। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ বলেন, ভারতীয় নাগরিকের পাষান আলীর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। তাকে আজ রোববার কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন