বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পরিচয় মিলল ভূমধ্যসাগরে প্রাণ হারানো ৭ বাংলাদেশি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১২:১৫ পিএম

অবৈধভাবে ইতালি যাবার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর নাম পরিচয় নিশ্চিত করেছে রোম দূতাবাস।
নিহতদের ৫ জনের বাড়িই মাদারীপুর সদর উপজেলায়। তারা হলেন- পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন ও রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল। আরেকজন সদর উপজেলার বাসিন্দা বাপ্পী। বাকি দু’জন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।
গত ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ইতালি যাবার পথে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যু হয় তাদের। রোমে বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ কাউন্সিলর মোঃ এরফানুল হকের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল উদ্ধারকৃতদের সাথে কথা বলে নিহতদের পরিচয় নিশ্চিত করে।
মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের নিকটস্থ জেলা প্রশাসক বা ইউএনও কার্যালয় অথবা বাংলাদেশ দূতাবাস রোমের সাথে যোগাযোগের জন্য বলা হয়েছে। মরদেহ শনাক্তের পর সরকারি খরচে মরদেহ পাঠানো হবে বাংলাদেশে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন