শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মন্ত্রণালয়কে কারণ অনুসন্ধানের তাগিদ সংসদীয় কমিটির শাহজালাল সার কারখানায় এ্যামোনিয়া স্টোরেজ ট্যাংক নির্মাণে অনিয়ম

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শাহজালাল সার কারখানায় এ্যামোনিয়া স্টোরেজ ট্যাংক নির্মাণে অনিয়মের অভিযোগ এসেছে সংসদীয় কমিটিতে। ট্যাংক নির্মাণে ডাবল লেয়ার ব্যবহার করার কথা থাকলেও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল লেয়ার। কাদের স্বার্থে এবং কেন এমনটি করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এর কারণ উদঘাটন করে কমিটিতে উপস্থাপনের তাগিদ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ দেয়া হয়।
কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা, আবুল কালাম, মো. আহ্সানুল হক্ চৌধুরী, রহিম উল্লাহ এবং ফাতেমা তুজ্জহুরা। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিসিআইসির চেয়ারম্যান, বিসিক’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা হয়। কোন ক্যাটাগরীতে বিসিআইসি এ.বি ও সি শ্রেণীর শিল্প নগরী করেছে তা কমিটিতে উপস্থাপন এবং প্রতিটি বিসিক শিল্প এলাকায় শিল্প মেলা আয়োজন করার সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে কমিটি সার কারখানাগুলোর যেসব পণ্য বাংলাদেশ শিল্প ও কারিগরী সহায়তা কেন্দ্র (বিটাক) তৈরী করতে পারবে সেসব পণ্য বিটাক’র নিকট থেকে তৈরী করে নেয়ার সুপারিশ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন