শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হিজলায় জনসাধারণের রাস্তা বন্ধ করে দেওয়াল নির্মাণের অভিযোগ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ৭:১৬ পিএম

বরিশালের হিজলা’র গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে ব্যক্তিগত সীমানা দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। কালিকাপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে ছিদ্দিক সরদার, রুহুল আমিন, সরদার ও জাহাঙ্গীর সরদার একত্রিত হয়ে সর্বসাধারণের চলাচলের রাস্তা দখল করে দেয়াল নির্মাণ করে দেয়ার চেষ্টায় লিপ্ত আছে। এমনকি ওই এলাকায় সরকারিভাবে স্থাপিত গভীর নলকূপের পানি ব্যাবহারে বাঁধার সৃষ্টিও অভিযোগ স্থানীয় জনসাধারণের।

হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহজাহান তালুকদার, ইউনিয়ন উপ-সহকারি কমিশনার (ভূমি) ও ইউপি সদস্য হানিফ পেয়াদা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দিলেও তারা চলে যাবার পর পুনরায় অভিযুক্তরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

অভিযুক্তদের এসব কার্যকলাপে স্থানীয় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। যেকোন সময়ে এখানে অপ্রীতিকর ঘটনারও আশংকা করছেন পর্যবেক্ষক মহল। শতাধিক বছরের পুরানো ঐ রাস্তাটি দিয়ে প্রতিদিন কমপক্ষে ৫০/৬০টি পরিবারের সদস্যদের যাতায়াত করে থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ