কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে আড়াই লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার গভীর রাতে ওই ইউনিয়নের পোড়ার ভিটা নামক এলাকায় এঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, মৎস্যচাষী আনোয়ার হোসেন ১৩-১৪ বছর আগে বাড়ির পাশে ৪৪ শতক জমিতে একটি পুকুর খনন করেন। দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছচাষ করেই তিনি জীবিকা নির্বাহ করে আসছেন।
তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষে আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পেরে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা ১২-১৩ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। আনোয়ার হোসেন বলেন, আগে আমার বাড়ি পার্শ্ববর্তী একটি গ্রামে ছিল। গত ১৪-১৫ বছর আগে পোড়ার ভিটা এলাকায় বাড়ি করি। সেসময় অনেক কষ্ট করে একটি পুকুর খনন করি। সেই পুকুরে মাছ চাষ করেই কোনরকম সংসারটা চালাচ্ছি। এখানে বাড়ি করার পর থেকে একটি পক্ষের লোকজন বিভিন্নভাবে আমার ক্ষতি করে আসছেন। গত শনিবার রাতে তারা আমার পুকুরে বিষ ঢেলেছে। ঋণ নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কি হবে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল।
মৎস্যচাষী আনোয়ারের ছেলে জনি বলেন, আমি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। আমার বাবা মৎস্য চাষী। এই ব্যবসা করেই বাবা আমার পড়াশোনার খরচ বহন করেন। মৎস্যচাষ করেই বাবা কোনরকম সংসারটাও চালাচ্ছেন। প্রতিপক্ষের লোকজন রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। আমরা এর বিচার চাই।
প্রতিবেশি একরামুল হক ও তৈয়ব আলী বলেন, আনোয়ার ভাই মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছেন। তার পুকুরে থাকা বেশির ভাগ মাছেই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এবিষয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, থানায় অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন