শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মানবতাবিরোধী অপরাধের মামলা হবিগঞ্জের দুই জনের বিচার শুরু

প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক হবিগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ও আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩ ডিসেম্বর মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম থেকে শুনানি করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত এবং রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।
গত ২৯ সেপ্টেম্বর এই দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য আজ ১ নভেম্বর দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন