বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৮৫ কোটি ১৯ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে ১০,১১,৭৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৯,৬৪১ বোতল ফেনসিডিল, ১,৪১৫ কেজি গাঁজা, ২০,৮৮৭ বোতল বিদেশী মদ, ৭৫ গ্রাম হেরোইন এবং ১৪,৬৩,৪৪৭ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট। এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৬,৬৫২টি শাড়ি, ২,৯৮৯টি থ্রিপিস/শার্টপিস, ৪,০৫২ মিটার থান কাপড়, ১,৫২,৬১৫টি তৈরী পোশাক, ৫,৫৭৯ সিএফটি কাঠ, এবং ৪টি তক্ষক। অক্টোবর মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ০২টি পিস্তল, ০৪টি বিভিন্ন প্রকারের বন্দুক এবং ১৮ রাউন্ড গুলি।
গত অক্টোবর মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮০ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৬ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক বিএসএফ এর নিকট হস্তান্তর এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ২৪৬ জন মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন