চট্টগ্রাম ব্যুরো : হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে (ওএমএস) চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় চট্টগ্রামে তিন খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেনÑ শুভজিৎ দে, মো: শাহনেওয়াজ ও মো: শাহাবুদ্দীন। খাদ্য বিভাগ সূত্র জানায়, অবৈধ সুবিধা গ্রহণ করে ডিলারদের সাথে মিলে হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়ম করেছেন ওই তিন কর্মকর্তা। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট তিনটি ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন