শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

পর্তুগালে আবারো ক্ষমতায় অভিবাসীবান্ধব সোশ্যালিস্ট পার্টি

পর্তুগাল থেকে শহীদ আহমদ | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৮ এএম

পর্তুগালের মধ্যবর্তী নির্বাচনে দেশটির ক্ষমতাসীন সোশালিস্ট পার্টি টানা তৃতীয়বারের মতো জয় লাভ করেছেন।

গতকাল ৩০ জানুয়ারি অনুষ্ঠিত দেশটির মধ্যবর্তী জাতীয় সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন সোশালিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল ও বর্তমান প্রধানমন্ত্রী এন্তোনিয় কোস্তার নেতৃত্বাধীন সোশালিস্ট পার্টি (পিএস) এ জয় লাভ করে ।

এককভাবে সরকার গঠন করতে তাদের প্রয়োজন ছিলো সংসদীয় আসন ২৩০টি মধ্যে ১১৬ টি আসন।

১১৭টি আসনে জয় লাভ করে এককভাবে সরকার গঠন করে যাচ্ছে অভিবাসনবান্ধব এই দলটি। তাদের প্রাপ্ত ভোট ছিলো শতকরা ৪১.৭ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বিরোধীদল সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি), ৭৬ টি নির্বাচনী সংসদীয় আসনে জয় লাভ করে যা প্রাপ্ত ভোট শতকরা ২৭.৯শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কট্টরপন্থী শেগা, তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৭.২ শতাংশ ১২ টি নির্বাচনী সংসদীয় আসন তাদের দখলে, চতুর্থ অবস্থানে আই এল ৮টি জয়ী সংসদীয় আসন ও প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ শতাংশ।

ক্ষমতাসীনরা জয় পাওয়ায় উচ্ছ্বাসিত অভিবাসীসহ প্রবাসী বাংলাদেশীরা। উল্লেখ্য সোশালিস্ট পার্টির (পিএস) অভিবাসীদের সহজ শর্তে নাগরিকত্ব সহ নানান সুযোগ সুবিধা দিয়েছে। তাই সকলের কাছে অভিবাসীবান্ধব দল হিসেবে তাদের সুনাম এবং গ্রহণযোগ্যতা আছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন