শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাকৃবি সাংবাদিক সমিতির নতুন কমিটি

সভাপতি রাকিব, সম্পাদক রনি

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩১ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) ২০২২ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাবের রাকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার হাবিবুর রনি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সদ্য বিদায়ী সভাপতি আবুল বাশার মিরাজ প্রধান নির্বাচন কমিশনার এবং সংগঠনটির সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু এবং মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জাহিদ হাসান (দ্যা ডেইলি সান), যুগ্ম-সম্পাদক মো. রাফি উল্লাহ (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান (দ্যা এশিয়ান এইজ), কোষাধ্যক্ষ তানিউল করিম জীম (দৈনিক শেয়ারবিজ), দপ্তর সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম তানভীর (ঢাকা পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতে খারুল ইসলাম সৈকত (দৈনিক খোলা কাগজ)। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. আবদুল আউয়াল মিয়া (বাংলা ট্রিবিউন), মো. নাবিল তাহমিদ (দৈনিক ইত্তেফাক), শাহীন সরদার (দৈনিক যুগান্তর) এবং আশিকুর রহমান (দৈনিক সমকাল)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুসফিকুর রহমান সিফাত (দ্যা নিউ এইজ) এবং আবুল বাশার মিরাজ (দৈনিক কালের কণ্ঠ) ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন