শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোয়ালন্দে কৃষি জমির মাটি বিক্রির দায়ে কারাদণ্ড

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট ও ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক ৬ জনকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পাম ট্রাক জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। পরে বেলা ৩টার দিকে উপজেলা বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক ৬ জনের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলেন উপজেলার অম্বলপুর গ্রামের মৃত: জাহাঙ্গীর মোল্লার ছেলে সাইফুল ইসলাম, জটু মিস্ত্রি পাড়ার মোহন মোল্লার ছেলে নুরুল ইসলাম, কছিমুদ্দিন পাড়ার মোহন শেখের ছেলে মো. আসিফ শেখ, দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার আইনদ্দিন মৃধার ছেলে হিরো মৃধা, রাজবাড়ী সদর উপজেলার সিঙ্গাইর বাজার এলাকার আক্কাস খানের ছেলে টোকন খান এবং কালুখালী উপজেলার সাতোটা গ্রামের রহিম মৃধার ছেলে জহুরুল ইসলাম। পরে তাদেরকে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, ফসলি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করার গোপন সংবাদ পেয়ে ওই দুই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটা, পরিবহন ও বিক্রির সাথে জড়িত ৬ জনকে আটক করে প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড প্রদান ও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও তিনি জানান। অভিযানে গোয়ালন্দঘাট থানা পুলিশের একটি দল অংশ নেয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন