দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার ধর্মপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন ধর্মপুর ইউনিয়নের কুন্ডকুল এলাকার কালু মিয়ার পুত্র। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগ প্রার্থী নাসির উদ্দিন টিপু ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইলিয়াস চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর মিছিলে নৌকা প্রার্থীর সর্মথকরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন